$ads={1}

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির নীতিমালা ২০২৩ - ২০২৪ | Medical Admission Test Circular 2023 - 2024

অ+অ-

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির নীতিমালা ২০২৩ ইং প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে  ২ জানুয়ারি ২০২৪ ইং পর্যন্ত। মেডিকেল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩ (পূর্ণাঙ্গ) ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশ করা হবে।

এমবিবিএস ও বিডিএস ভর্তি ২০২৩

শিক্ষা প্রতিষ্ঠান : মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ / ইউনিট
শিক্ষাবর্ষ : ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ
যোগ্যতা : ২ পরীক্ষায় মোট জিপিএ ৯
(পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ৮)
পাস নম্বর :৪০
MBBS পরীক্ষা অনুষ্ঠিত হবে : ০১ লা ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে
BDS পরীক্ষা অনুষ্ঠিত হবে : ২২ এপ্রিল ২০২৪ইং তারিখে
আবেদন সময়সূচী:১৮/১২/২০২৩ থেকে ০২/০১/২০২৪
ফলাফল প্রকাশ:পরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে জানানো হবে
আবেদন লিংক :dgme.teletalk.com.bd

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

বিষয়নম্বর
পদার্থ বিজ্ঞান ২০
রসায়ন ২৫
জীববিজ্ঞান ৩০
ইংরেজি১৫
সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০

ফি সংক্রান্ত তথ্য 

আবেদন ফি ১০০০ টাকা। 

প্রবেশপত্র ডাউনলোড 

এডমিট কার্ড (প্রবেশপত্র) ডাউনলোড করা যাবে ২৬ মার্চ ২০২২ তারিখ থেকে। 
মেডিকেললে এমবিবিএস ভর্তি পরীক্ষা ১ এপ্রিল ২০২২ তারিখে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 

মেডিকেলে আবেদনের যোগ্যতা 

Medical, Dental, AFMC : SSC ও HSC মোট GPA ন্যূনতম 9.00 হতে হবে। তবে HSC জীববিজ্ঞানে GPA 3.50 এর কম হতে পারবে না।

মেডিকেলে আসন সংখ্যা 

মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪৩৫০ টি। মেডিকেল কলেজ ভর্তির সিলেবাস HSC সমমান সিলেবাস। কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষায় নেয়ার পক্ষে অভিমত দিয়েছেন। তবে ২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে এ ব্যাপারটি নিশ্চিত হওয়া যাবে।

ফলাফল নির্ণয় পদ্ধতি 

(SSC GPA×15), (HSC GPA×25) এবং ভর্তি পরীক্ষার 100 নম্বর নিয়ে সর্বমোট 300 নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয়। পাশ নম্বর = 40।

নেগেটিভ মার্কিং 

নেগেটিভ মার্কিং ০.২৫ অর্থাৎ প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর অতিরিক্ত কাটা হবে। 

২য় বারের ভর্তি প্রার্থী 

২য় বারের ভর্তি প্রার্থীরাও ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তবে ৫ নম্বর কর্তন করা হবে এবং MBBS / BDS কোনো কলেজে ভর্তি থেকে অংশগ্রহণ করলে ৭.৫ নম্বর কর্তন করা হবে।

মেডিকেল ও ডেন্টাল পরীক্ষায় পাস নম্বর 

মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তির লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে প্রার্থী অকৃতকার্য বলে বিবেচিত হবে।

সম্পূর্ণ সার্কুলার

মেডিকেল ভর্তি পরীক্ষা-২০২৩ সার্কুলার ফাইল সাইজ: 3 MB

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status
error: Content is protected !!