দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী রবিবার (১১ ফেব্রুয়ারী ২০২৪ ইং) প্রকাশ করতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেভাবেই ফল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
একনজরে সকল তথ্যাদি | |
---|---|
মোট পরীক্ষার্থী | ১,০৪,৩৭৪ জন |
উপস্থিতি সংখ্যা | ৯৮% |
মোট পাশের হার | ৪৭.৮৩% |
পাসকৃত শিক্ষার্থী সংখ্যা (ছেলে) | ২০,৪৫৭ জন |
পাশের হার (ছেলে) | ৪০.৯৮% |
পাসকৃত শিক্ষার্থী সংখ্যা (মেয়ে) | ২৯,৪৬৬ জন |
পাশের হার (মেয়ে) | ৫৯.০২% |
মোট পাশকৃত শিক্ষার্থী | ৪৯,৯২৩ জন |
সর্বোচ্চ প্রাপ্ত নম্বর | ৯২.০৫ |
সরকারি মেডিকেল কলেজ সুযোগপ্রাপ্ত | |
ছেলে শিক্ষার্থী সংখ্যা | ২,৩১২ (৪৩%) |
নারী শিক্ষার্থী সংখ্যা | ৩,০৬৮ (৫৭%) |
মেডিকেল কলেজ সংক্রান্ত | |
সরকারি মেডিকেল কলেজ | ৩৭ টি |
বেসরকারি মেডিকেল কলেজ | ৬৭ টি |
পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত | |
সরকারি মেডিকেল কলেজ | ৫ হাজার ৩৮০টি |
বেসরকারি মেডিকেল কলেজ | ৬ হাজার ২৯৫টি |
সারা দেশে কেন্দ্রের সংখ্যা | ১৯টি |
প্রতিষ্ঠান সংখ্যা | ৪৪টি |
ফলাফল দেখুন | MBBS Result |
নির্দেশনা: উল্লেখিত সময়ে নিচের বক্সে আপনার Roll দিয়ে ফলাফল দেখতে পাবেন।