Designed by Skytar LABs |
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২০২৪) ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়েছে।
২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । এসব কলেজ পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় । কলেজগুলো হল-
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪. কবি নজরুল কলেজ
৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ।
এ বছর স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে কোনো আসন বাড়ানো হচ্ছে না। গত বছরের সমানসংখ্যক আসনের ভিত্তিতেই এবারের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। গত বছরের ঢাবির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে মোট আসন সংখ্যা ছিল ২১ হাজর ৫১৩টি। যার মধ্যে- বিজ্ঞান অনুষদের মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, ব্যবসায় শিক্ষা অনুষদের আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।
আবেদন সংক্রান্ত
ভর্তি সংক্রান্ত তথ্যাদি | |
---|---|
আবেদন গ্রহন শুরু | ২১ মার্চ ২০২৪ ইং |
আবেদন এর শেষ সময় | ২৫ মার্চ ২০২৪ ইং |
আবেদন ফি | ৬০০৳ |
আবেদন ফি জমাদানের শেষ তারিখ | Cell |
প্রবেশপত্র ডাউনলোড শুরুঃ | Cell |
আবেদন এর ওয়েবসাইট | collegeadmission.eis.du.ac.bd/bn/ |
ইউনিট ভিত্তিক তারিখসমূহ
ভর্তি সংক্রান্ত তথ্যাদি | তারিখ |
---|---|
বিজ্ঞান ইউনিট | ১৭ মে ২০২৪ (সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০) |
ব্যবসায় শিক্ষা ইউনিট | ১১ মে ২০২৪ (সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০) |
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ১০ মে ২০২৪ (সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০) |
আবেদন যোগ্যতা
ইউনিটের নাম | আবেদন যোগ্যতা |
বিজ্ঞান | এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ |
কলা ও মানবিক | এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০ |
বাণিজ্য | এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০ |
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
পরীক্ষার সময় | ১ ঘন্টা |
পরীক্ষার পদ্ধতি | MCQ |
লিখিত পরীক্ষা | ১০০ নম্বর |
জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি) | ২০ নম্বর |
মাধ্যম | বাংলা ও ইংরেজী উভয়ই |
পাশ নম্বর | ৪০ ( আলাদাভাবে পাশ করতে হবে না ) |
নেগেটিভ মার্কিং | নেই |
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে | ঢাবি এলাকায় । |
ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মানবন্টন
ব্যবসায় শিক্ষা / বানিজ্য |
|
বাংলা (আবশ্যক) | ২০ |
ইংরেজি (আবশ্যক) | ২০ |
হিসাববিজ্ঞান (আবশ্যক) | ২০ |
ব্যবসায় শিক্ষা (আবশ্যক) | ২০ |
মাকেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (যে কোন একটি)) | ২০ |
মোট | ১০০ |
মানবিক |
|
বাংলা | ২৫ |
ইংরেজি | ২৫ |
সাধারণ জ্ঞান* | ৫০ |
*সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি,ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে। | |
বিজ্ঞান বিভাগ |
|
যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীবজ্ঞিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে কোনাে প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনাে একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে । প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ২৫। |