ব্যবহারবিধি :
ব্যক্তিগত তথ্য :- আমরা আমাদের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে থাকি না।
- পাঠকদের নিরাপত্তার সার্থে Google কতৃক ব্যবহারকারীদের Cookies সংগ্রহ করে হয়ে থাকে।
একাউন্ট ডেটা :
- আমাদের সাইটে লেখক হিসেবে অংশগ্রহণ করতে নির্দিষ্ট তথ্য প্রদান আবশ্যক।
একাউন্ট তৈরী :
- একজন লেখককের অবশ্যই তার ই-মেইল একাউন্ট দিয়ে Sign Up করতে হবে।
- লেখক অ্যাপের মাধ্যেম App Download তার সংবাদ পেশ করতে পারবেন।
- ভুল, মিথ্য কিংবা অপপ্রচার বলে গণ্য সংবাদের দায় কেবল লেখকের! Student Hours কতৃপক্ষের নহে।
বেচা-কেনা :
- আমাদের সাইটে প্রায় সকল বইয়ের Purchase Link মূল লেখকের Affiliate লিংকের সাথে সংযুক্ত থাকে।
- আমাদের সাইটে বর্তমানে Payment Gateway সেবা বন্ধ বিধায় রকমারি.ডট.কম লিংক ব্যতীত ক্রয় হতে বিরত থাকুন।
- আমরা সর্বদা বইয়ের মূল লেখকের পারিশ্রমিকের প্রতি শ্রদ্ধাশীল। তাই অফিশিয়াল সাইট হতে কিনতে পাঠকদের আমন্ত্রণ জানাই।